গ্যাস পাইপলাইন দুর্ঘটনার জন্য পরস্পরকে দুষছে রাশিয়া-ইউক্রেন

|

আলোচিত নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে দুর্ঘটনার জন্য পরস্পরকে দুষছে রাশিয়া-ইউক্রেন। সন্ত্রাসী হামলা ও নাশকতা হিসেবে আখ্যা দিয়েছে উভয় দেশ। এরইমধ্যে এ ঘটনায় সতর্কতা জারি করেছে সুইডেন। অন্যদিকে জাহাজ চলাচল সীমিত করতে বাধ্য হয়েছে ডেনমার্ক। খবর রয়টার্সের।

বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম ওয়ান এবং টু পাইপলাইনে একই দিনে তিনটি লিকেজ ধরা পরেছে। তবে রহস্যজনক এ ঘটনার কারণ জানা যায়নি। সরাসরি কাউকে দায়ী না করলেও নাশকতার সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না ক্রেমলিন। এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলাক বলছেন, ইইউ’র বিরুদ্ধে এটি আগ্রাসী আচরণ।

পোডোলাক অভিযোগ করে বলেন, রাশিয়া শীত মৌসুমের আগে আতঙ্ক ছড়াতে চাইছে। কারণ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর নানা অজুহাতে বেশ কয়েকবারই পাইপালাইনটিতে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছিলো রাশিয়া। এ ঘটনার তদন্তও দাবি করেছেন তিনি। যদিও পাইপলাইন দু’টি দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ ছিলো। তবে দুটি পাইপলাইনেই গ্যাস রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply