ভারত-পাকিস্তান সিরিজ আয়োজন করতে চায় ইসিবি

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৫ বছর পর ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ডেপুটি চেয়ারম্যান মার্টিন ডার্লো ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ চলাকালীন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে এই বিষয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন, ভারত-পাকিস্তানের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের আয়োজন করতে চান তারা। এবং এই সিরিজের ভেন্যু হবে ইংল্যান্ড।

তিনি আরও বলেন, ভারত-পাকিস্তান ম্যাচে অনেক দর্শক হয়। সাম্প্রতিক এশিয়া কাপেও সেটা দেখা গেছে। ইসিবি যদি এই সিরিজ আয়োজন করে তাহলে ইংল্যান্ডে থাকা দক্ষিণ এশিয়ার বিপুল সংখ্যক দর্শক খুব সহজেই সরাসরি উপভোগ করতে পারবে এই খেলা।

তিনি আরও বলেন, ২০১১ সালে বিশ্বকাপের সেমইফাইনালে যখন দুই দল মুখোমুখি হয় তখন টেলিভিশনে ৪৯৫ মিলিয়নের বেশি লোক এই খেলা দেখেছিল। এ থেকেই এই দুই দলের খেলার জনপ্রিয়তা সম্পর্কে সহজেই ধারনা পাওয়া যায়।

রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। এর মধ্যে আবার পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএল খেলায় নিষেধাজ্ঞা রয়েছে।

এই প্রস্তাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড আগ্রহী নয়। তবুও তারা ইসিবিকে এমন প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply