ভারতে উৎপাদন বাড়াচ্ছে অ্যাপল

|

ভারতে ‘আইফোন-ফরটিনের’ উৎপাদন শুরু করেছে অ্যাপল। চীনের সাথে চলমান উত্তেজনার কারণেই দেশটি থেকে নিজেদের ৫ শতাংশ কার্যক্রম সরালো মার্কিন নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্সের।

সোমবার (২৬ সেপ্টেম্বর) অ্যাপলের অংশীদার ফক্সকন জানিয়েছে, চেন্নাইয়ের কাছাকাছি একটি কারখানায় উৎপাদিত হবে পণ্য। তাছাড়া ২০২৫ সাল নাগাদ উৎপাদনের পরিমাণ ২৫ শতাংশে উন্নীত করা হবে। অবশ্য, ‘আইফোন ফরটিন প্রো’ এখনই ভারতে বানানো হবে না। করোনা মহামারিতে চীনের ‘জিরো-কোভিড’ নীতির কারণে দেখা দেয় অর্থনৈতিক স্থবিরতা। ফলে, অনেক দেশ ও প্রতিষ্ঠানই চীন থেকে ব্যবসা গুটিয়ে নেয়। দেশটির উপর নির্ভরশীলতা কমাতে অ্যাপলের এ পদক্ষেপ।

ভারত সরকার এ সুযোগ কাজে লাগাতে চায়। দেশকে বানাতে চায় এশিয়ার ‘ম্যানুফ্যাকচারিং হাব’। অবশ্য, ২০১৭ সাল থেকেই ভারতে আইফোন উৎপাদন করে আসছিল অ্যাপল। তবে, এতোদিন পুরানো সংস্করণ বানাতো দেশটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply