আধুনিকভাবে ভোট চুরি করতে ইভিএম ব্যবহারের ষড়যন্ত্র: ড. মোশাররফ

|

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি।

২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। আর এবার আধুনিকভাবে চুরি করতে ইভিএম ব্যবহারের ষড়যন্ত্র চলছে, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি নেতা হান্নান শাহর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে ইভিএমের জন্য ৮ হাজার কোটি টাকা বাজেট দেয়া হচ্ছে। মূলত লুটপাটের জন্য এসব করা হচ্ছে।

দেশে গুম আর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য জাতিসংঘের গণতান্ত্রিক সম্মেলনে বাংলাদেশ আমন্ত্রণ পায়নি বলে জানান বিএনপির এ নেতা। বলেন, এটা দেশের জন্য লজ্জাজনক।

স্মরণসভায় ইডেন কলেজের ঘটনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতিসংঘ থেকে পুরস্কার আনছে কিন্তু নিজের দেশের মেয়েদের সম্মান নেই। সাধারণ শিক্ষার্থীদের তারা নোংরা রাজনীতির বলি বানাচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply