চট্টগ্রাম বন্দর দেশি বিনিয়োগে পরিচালনার জন্য প্রস্তুত: নৌপরিবহন প্রতিমন্ত্রী

|

চট্টগ্রাম বন্দর এলাকার দৃশ্য।

চট্টগ্রাম বন্দর পুরোপুরিদেশি বিনিয়োগে পরিচালনার সক্ষমতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এছাড়া পায়রা বন্দরেও কোনো বিদেশি বিনিয়োগ নেই বলে জানান তিনি।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে ‘দেশীয় বিনিয়োগে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। বন্দরের পাশাপাশি অভ্যন্তরীণ যোগাযোগে দশ হাজার কিলোমিটার নৌপথ সংস্কার করা হচ্ছে বলে জানান তিনি।

শিমুলিয়া ঘাটে সরকার কনটেইনার টার্মিনাল নির্মাণের চিন্তা করছে বলেও এ সময় উল্লেখ করেন খালিদ মাহমুদ চৌধুরী বলেন।

অনুষ্ঠানে বন্দর কতৃপক্ষ, ব্যবসায়ী ও সিনিয়র সাংবাদিকরা আলোচনায় অংশ নেন। তারা বলেন, বন্দর কেবল পণ্য ওঠা নামার বিষয় নয়, দেশীয় নিরাপত্তার অংশ। তাই বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা ভাবা দরকার। তারা চট্টগ্রাম বন্দরের পাশাপাশি অন্যান্য বন্দরের ব্যবহার বাড়ানো ও সংশ্লিষ্ট সুবিধা বাড়ানোরও তাগিদ দেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply