মাঠে নারী দলের জয় অনুপ্রেরণা দেবে, নেপাল ম্যাচের আগে জামাল ভূঁইয়া

|

কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া।

নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কাঠমান্ডুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৪৫ মিনিটে। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, মাঠে নারী দলের দুর্দান্ত জয় তাদের অনুপ্রেরণা জোগাবে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জিম ও সুইমিং সেশন শেষে প্রেস কনফারেন্সে অংশ নেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। এছাড়াও কথা বলেছেন নেপাল দলের প্রধান প্রশিক্ষক ও দলীয় অধিনায়ক। বিকেলে কাঠমান্ডুর আর্মি স্পোর্টস গ্রাউন্ডে অনুশীলন করে জামাল ভূঁইয়ারা।

সম্প্রতি নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়কে নিজেদের জন্য বড় এক অনুপ্রেরণা হিসেবে দেখছেন জামাল। তিনি বলেন, স্বাগতিকদের মাঠে খেলা। দর্শকরাও ওদের সাথে থাকবে। তবে ক’দিন আগেই আমাদের নারী ফুটবল দল ইতিহাস লিখেছে। আমরাও সে পথেই হাঁটতে চাই। এখানে আমরা জিততে এসেছি।

নেপালের অধিনায়ক কিরণ কুমার লিম্বু বলেন, বাংলাদেশকে স্বাগত জানাই। ওদের সাথে খেলা সব সময়ই অন্যরকম। দারুণ ম্যাচ হবে। আমরা প্রস্তুত লড়াইয়ের জন্য।

আরও পড়ুন: প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply