বিক্ষোভের মধ্যেই শেষ বিদায় জানানো হচ্ছে জাপানের সাবেক প্রধানমন্ত্রীকে

|

বিক্ষোভ-প্রতিবাদের মধ্যেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে শেষ বিদায় জানানো হচ্ছে। ইনডোর স্টেডিয়াম নিপ্পন বুরোকানে তার অন্ত্যেষ্টিক্রিয়া চলছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম জাপান টাইমস।

রাষ্ট্রীয় আয়োজনে যোগ দিয়েছেন ৭০০ বিদেশি অতিথি। যাদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কমপক্ষে ৫০ জন রাষ্ট্র ও সরকারপ্রধান।

শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সারছেন এক হাজার সেনা সদস্য। সাবেক প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে তোপধ্বনিও করছেন সেনারা।

কিন্তু অর্থনৈতিক সংকটের মধ্যে এক কোটি ১৫ লাখ ডলার খরচ করে রাষ্ট্রীয় আয়োজনে ক্ষুব্ধ সাধারণ জাপানিরা। প্রতিবাদে অনুষ্ঠানস্থলের কাছেই অবস্থান নিয়েছেন অনেকে। পরিস্থিতি মোকাবেলায় টোকিওতে সশস্ত্র প্রহরায় রয়েছে ২০ হাজার পুলিশ সদস্য।

জুলাই মাসে নির্বাচনি প্রচারণা চালানোর সময় এক বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান শিনজো আবে। ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী ছিলেন আবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply