রেমিটেন্সের ডলারের দর কমলো ৫০ পয়সা

|

প্রবাসীদের রেমিটেন্সের ডলারের বিনিময় হার নতুন করে নির্ধারণ করা হয়েছে। ৫০ পয়সা কমিয়ে বিনিময় হার ঠিক করা হয়েছে ১০৭ টাকা ৫০ পয়সায়। যা আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে রফতানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৯৯ টাকা।

সোমবার (২৬ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন, বাফেদা ও ব্যাংকের নির্বাহীদের সংগঠন এবিবি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আমদানির এলসি খোলার ক্ষেত্রে ডলারের দর আগের মতই রেমিটেন্স ও রপ্তানির বিনিময় হারের গড় করে নির্ধারণ করা হবে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ গড় হারের সঙ্গে অতিরিক্ত ১ টাকা বেশি নিতে পারবে।

ডলারের ওপর চাপ কমে আসায় নতুন দর নির্ধারণ করার কথা জানায় সংগঠনটি। যেসব ব্যাংকের আগাম কেনা রয়েছে তারা এ সময়ের মধ্যে ডলারের দর সমন্বয় করবে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply