পিরোজপুরে বঙ্গমাতা সেতুতে মালবোঝাই জাহাজের ধাক্কা

|

পিরোজপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে ধাক্কা দিয়েছে মালবোঝাই একটি কার্গো জাহাজ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায় ঘটনাটির একটি ভিডিও। ১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, এমভি জামান ২ নামের জাহাজটি ব্রিজের দিকে এগিয়ে আসতে থাকলে ব্রিজের ওপরে থাকা মানুষ চিৎকার করে জাহাজটিকে সতর্ক করার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যেই জাহাজটি সজোরে ধাক্কা দেয় ব্রিজটিতে। এরপর কার্গো জাহাজটি দ্রুত চলে যায়।

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের এ ব্যাপারে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। তবে ফোনে পাওয়া যায়নি পিরোজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শেখ নাবিল হোসেনকে।

স্থানীয়ভাবে বেকুটিয়া সেতু নামে পরিচিত এই সেতুটির আনুষ্ঠানিক নাম বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব সেতু। গত ৪ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply