উত্তেজনা ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে হলো বিএনপির সমাবেশ

|

উত্তেজনা ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে শেষ হয়েছে রাজধানীর ধানমন্ডি এলাকায় আয়োজিত বিএনপির সমাবেশ। নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও নেতাকর্মী নিহতের প্রতিবাদে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে সোমবার (২৬ সেপ্টেম্বর) এ আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সমাবেশ স্থলের পাশে লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থানকে ঘিরে এদিন আতঙ্ক ছড়ায় হাজারীবাগ এলাকায়। বিএনপি নেতাকর্মীদের হাতে মার খেয়ে আহত হন আওয়ামী লীগের এক কর্মী। কিন্তু পুলিশের সতর্কতায় শেষ পর্যন্ত বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেছে।

সমাবেশে বিএনপির নেতারা জানান, আত্মরক্ষার জন্য লাঠি নিয়ে সমাবেশে কর্মীরা যোগ দিয়েছেন। আক্রমণ হলে প্রতিহত করা হবে।

দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তার বক্তব্যে টেনে আনেন জামাত প্রসঙ্গ। ক্ষমতাসীনদের সঙ্গে জামায়াতের গোপন সমঝোতার সন্দেহ প্রকাশ করেন। গণতন্ত্র রক্ষায় জনগণের পাশে দাঁড়াতে পুলিশের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

সমাবেশে বিএনপি নেতারা তাদের বক্তব্যে হাজারীবাগের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply