গাজীপুর মিউজিক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ

|

সঙ্গীত শিল্পী, মিউজিসিয়ান, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক এবং সাউন্ড কোম্পানি মালিকদের নিয়ে আত্মপ্রকাশ করলো গাজীপুর মিউজিক অ্যাসোসিয়েশন।

রোববার (২৫ সেপ্টেম্বর) গাজীপুর প্রেসক্লাবে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির শুভ সূচনা হলো।

রোববার সকালে গাজীপুর প্রেসক্লাবে সংগঠনটির পরিচিতি সভা ও প্রেস কনফারেন্সে প্রধান অতিথি অভিনেতা আহমেদ রুবেল ও বিশেষ অতিথি হিসেবে গাজীপুর জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, হোসনে আরা পুতুল ও তৌহিদুল ইসলাম দীপ উপস্থিত ছিলেন। সভাপতি ইফতেখার শিশির এবং রাসেল মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

অভিনেতা আহমেদ রুবেল প্রধান অতিথির বক্তব্যে বলেন, করোনার পর সঙ্গীত জগতে যে মন্দাভাব রয়েছে, তা কাটিয়ে উঠতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিশেষ অতিথি জেলা কালচারাল অফিসার শারমিন জাহান বলেন, গাজীপুরে এ ধরনের একটি সংগঠন অনেক আগেই দরকার ছিল। অনুষ্ঠানের গাজীপুর মিউজিক অ্যাসোসিয়েশনের দায়িত্ব নিয়ে ইফতেখার শিশির বলেন, সঙ্গীত শিল্পীদের মাদক নির্ভরশীলতা থেকে রক্ষা করা, দুস্থ অসহায় শিল্পীদের সহায়তা এবং যেকোনো বিপদ-আপদে সবার পাশে থাকবে এই সংগঠন। এ সময় সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply