বিএনপি আগের মতো সংঘর্ষের রাজনীতির সুযোগ পাবে না: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি।

বিএনপির ইতিহাস হলো মানুষ মেরে রাজনীতি করা। অতীতের মতো নিজেদের মধ্যে সংঘর্ষ বেধে রাজনীতি করতে চায় দলটি। এবার সেই সুযোগ পাবে না। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তিনি বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করা স্বাভাবিক বিষয়। এটা যেকোনো দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এর নামে বিএনপির অরাজকতা সহ্য করা হবে না বলে হুঁশিয়ার করেন, হাছান মাহমুদ।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজপথে মল্লযুদ্ধ করতে চায় না, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের ধৈর্য ধরতে বলা হয়েছে। কিন্তু বিএনপি শুরু থেকেই রাজপথে থেকে সভা সমাবেশ করে আসছে। এখনও তারা সেটা করতে পারে। তবে এই সমাবেশের নামে তারা ২০১৪ সালের মতো আগুন সন্ত্রাস এবং পেট্রোল বোমার রাজনীতি শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। আওয়ামী লীগ রাজপথে নামলে বিএনপির মতো দল টিকতে পারবে না।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফর অত্যন্ত ফলপ্রসু হয়েছে। বাইডেনসহ বিশ্বনেতাদের সাথে বৈঠক সেটাই প্রমাণ করে। এটা নিয়ে বিএনপি যতই কথা বলুক কোনো লাভ হবে না, মানুষ বিশ্বাসও করবে না তাদের কথা।

আরও পড়ুন: বিএনপি অতীতের মতো ভুল না করে নির্বাচনে আসবে: কামরুল ইসলাম

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply