রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের, পরমাণু অস্ত্র ব্যবহার করলে ভয়াবহ পরিণতি

|

পরমাণু অস্ত্র নিয়ে এবার রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করলে ভয়াবহ পরিণতি বরণ করতে হবে মস্কোকে। রোববার (২৫ সেপ্টেম্বর) এ হুঁশিয়ারি দেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। খবর রয়টার্সের।

জ্যাক বলেন, মস্কো সীমা অতিক্রম করলেই তার কঠোর জবাব দেবে ওয়াশিংটন। একই সাথে রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোয় গণভোটের ঘটনায় রাশিয়ার ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপেরও হুঁশিয়ারি দেন সুলিভান।

তিনি আরও বলেন, হোয়াইট হাউজ মস্কোর দেয়া পরমাণু হুমকিকে গুরুত্বসহকারে দেখছে। আমরা উচ্চ পর্যায়ে রাশিয়ানদের সাথে যোগাযোগ করেছি এবং জানিয়েছি, যদি তারা পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে তা তাদের জন্য বিপর্যয় ডেকে আনবে। মার্কিন নিরাপত্তা উপদেষ্টার দাবি, ক্রেমলিন বুঝতে পেরেছে, যদি তারা অন্ধকার পথের দিকে যায়, তবে তাদের সাথে কী ঘটতে পারে।

প্রসঙ্গত, সম্প্রতি রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলগুলোর সুরক্ষার প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে বলে হুঁশিয়ারি দেয় মস্কো।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply