প্রথম জয়ের লক্ষ্যে সন্ধ্যায় কোস্টা রিকার মুখোমুখি ব্রাজিল

|

নিজেদের প্রথম জয়ের সন্ধানে আজ মাঠে নামছে ব্রাজিল আর কোস্টা রিকা। যেখানে পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরস্যান্স সবখানেই এগিয়ে সেলেসাওরা। তবে টিকে থাকার মিশনে জয় চায় কেইলর নাভাসের কোস্টারিকাও। সেন্ট পিটার্সবার্গে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

১৯৭৮ সালের পর এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে টানা ৩ ম্যাচে জয়হীন সেলেসাওরা। যার সবশেষটি গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে। তবে পরিসংখ্যান নয়, দারুন সমন্বয়ে গড়া একটি দল নিয়ে নিজেদের দিনে সেরাটাই দিতে চাইছে তিতের দল। এখন পর্যন্ত দু’দলের সবশেষ ১০ মোকাবেলার ৯ টিতেই ব্রাজিলের জয়। আগের ম্যাচে ড্র করা একাদশ নিয়েই মাঠে নামতে পারে ব্রাজিল। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে ১০ ফাউলের শিকার হওয়া নেইমারের পুরোপুরি ফিট পাওয়া নিয়ে রয়েছে সংশয়।

আগের ম্যাচে সার্বিয়ার কাছে হেরে যাওয়া এবার জয়ের বিকল্প নেই কোস্টারিকার সামনে। ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে দলটি অনুপ্রেরণা ৯০ বিশ্বকাপে তাদের হারানো। একই সঙ্গে ২০০৬ সাল থেকে টানা ২ ম্যাচে হারের রেকর্ড নেই তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply