আয়ারল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের দেয়া ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১১৩ রানে থেমে যায় আয়ারল্যান্ড। এর মাধ্যমে বাছাইপর্বে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ।

আবুধাবিতে টস জিতে আগে বাংলাদেশ ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ওপেনার মুর্শিদা ব্যক্তিগত ৬ রানে আউট হলেও ফারজানা হক দলের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন। রুমানা আহমেদের ২১ রান ছাড়া আর কেউই পেরোতে পারেননি এক অঙ্কের কোটা। ২০ ওভারে ৮ উইকেটে ১২০ রানে থামে বাংলাদেশ।

ছবি: সংগৃহীত

জবাবে ১২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আইরিশ মেয়েরা। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১১৩ রান করতে সক্ষম হয় আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বাধিক ৩ উইকেট পান রুমানা আহমেদ।

আরও পড়ুন: আত্মবিশ্বাস খুঁজে পাওয়ার ম্যাচে টাইগারদের ঘাম ঝরানো জয়

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply