বিখ্যাত ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর অবসর

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের সর্বকালের সেরা নারী পেসার ঝুলন গোস্বামী। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে দিয়ে দুই দশকের ক্যারিয়ারের ইতি টানেন তিনি।

এর আগে, ২০০২ সালে ইংল্যান্ডের বিপক্ষেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিলো গোস্বামীর। শেষ ম্যাচে বল হাতে ২ উইকেট নেন ঝুলন।

সবমিলিয়ে ২০৪ ওয়ানেডেতে ২৫৫ উইকেট নিয়েছেন ঝুলন। মেয়েদের এই সংস্করণে ২০০ উইকেটে একমাত্র বোলার তিনি। এছাড়া ৬৮ টি-টোয়েন্টিতে ৫৬ উইকেট ও ১২ টেস্টে নিয়েছেন ৪৪ উইকেট। সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ঝুলন গোস্বামীর শিকার ৩৫৫ উইকেটে। ভারতের হয়ে দু’টি ফাইনাল খেলেও শিরোপা জিততে না পারার আক্ষেপ সঙ্গী ঝুলনের।

আরও পড়ুন: বিপিএলের পরবর্তী তিন আসরের জন্য সাত দল নির্ধারণ করেছে বিসিবি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply