মস্কোর সাথে অধিকৃত ইউক্রেনের নাগরিকরা যুক্ত হলে রুশ নাগরিকদের মতোই সুবিধা পাবেন: ল্যাভরভ

|

জাতিসংঘে বক্তব্য দিচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: সংগৃহীত

রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার ইস্যুতে ইউক্রেনের দখলকৃত চার অঞ্চলে গণভোটের তৃতীয় দিন আজ। চলমান এ বিতর্কের মাঝেই শনিবার (২৪ সেপ্টেম্বর) অঞ্চলগুলোকে পূর্ণ সুরক্ষা দেয়ার আশ্বাস দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বলেন, মস্কোর সাথে যুক্ত হলে রুশ নাগরিকদের মতোই যাবতীয় সুযোগ-সুবিধা পাবেন বাসিন্দারা। এমনকি আইন, মতবাদ, এবং পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও থাকবে একই নীতিমালা।

ল্যাভরভ বলেছেন, স্থানীয় সরকারের সিদ্ধান্তেই হচ্ছে গণভোট। রাশিয়াও সাধারণ মানুষের এ সিদ্ধান্তকে সম্মান জানাবে। কেননা, দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার তারা। রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত হলে, অঞ্চলগুলোকে মস্কোর পক্ষ থেকে সম্পূর্ণ সুরক্ষা দেয়া হবে। রুশ ফেডারেশনের আইন, নীতিমালা, কৌশল- সবকিছুই অঞ্চলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে।

এদিকে, গণভোট ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে কিয়েভ। একে আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন বলেও দাবি জেলেনস্কি প্রশাসনের। গেলো শুক্রবার, রাশিয়ায় অন্তর্ভুক্তি ইস্যুতে গণভোট শুরু হয় লুহানস্ক, দোনেৎস্ক, খেরসন ও জাপোরিঝিয়ায়। চলবে মঙ্গলবার পর্যন্ত।

আরও পড়ুন: ইতালিতে আগাম নির্বাচনের ভোটগ্রহণ শুরু, এবারও এগিয়ে ডানপন্থীরা

সূত্র: আল জাজিরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply