রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদাসীনতায় ক্ষুব্ধ মালয়েশিয়া

|

মিয়ানমারে অভ্যুত্থান এবং রোহিঙ্গা সংকট ইস্যুতে জাতিসংঘের উদাসীনতায় ক্ষুব্ধ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঈসমাইল সবরি ইয়াকুব। সাধারণ পরিষদে দেয়া ভাষণে ঘটলো তার ক্ষোভের বহিঃপ্রকাশ।

৭৭তম অধিবেশনে স্পষ্ট ভাষাতেই তিনি জাতিসংঘ ও মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আক্রমণ করেন। বলেন, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের ব্যাপারে নিরাপত্তা পরিষদ কোনো গুরুতর পদক্ষেপ গ্রহণ করছে না। বরং সংস্থাটির অবস্থান এবং আচরণ খুবই দুঃখজনক। তার দাবি, আঞ্চলিক জোট, আসিয়ানের ঘাড়ে রোহিঙ্গা সংকট সমাধানের দায়িত্ব ফেলে দায় সারছে জাতিসংঘ। প্রধানমন্ত্রী সবরি মনে করিয়ে দেন, ১৯৫১ ও ১৯৬৭ সালে গৃহীত শরণার্থী প্রটোকলে সই করেনি মালয়েশিয়া। অথচ সংকট চলাকালে ২ লাখের মতো রোহিঙ্গাকে জায়গা দিয়েছে তার দেশ।

মালয়েশিয়ান প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে সেনা অভ্যুত্থানের ঘটনায় অসন্তুষ্ট মালয়েশিয়া। এ ব্যাপারে নিরাপত্তা পরিষদের কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করাটা বেশ দুঃখজনক। সমস্যাটা আসিয়ানের কাছে হস্তান্তরের মাধ্যমে একপ্রকার দায় এড়িয়ে যাচ্ছে জাতিসংঘ। অথচ রাজনৈতিক এ সংকটের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply