জাদুকরী পারফরম্যান্স দেখিয়ে সিপিএলে ত্রিনিবাগোর বিপক্ষে ম্যাচসেরা সাকিব

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের জাদুকরী পারফরম্যান্সে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ ত্রিনিবাগো রাইট রাইডার্সের বিপক্ষে ৩৭ রানের জয় পেয়েছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। ৩৫ রান ও ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব।

প্রভিডেন্স স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে সাকিবের দল গায়ানা স্কোরবোর্ডে তোলে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬০ রান করেন ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ। আর চারে নেমে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন সাকিব। বিশ্বসেরা এ অলরাউন্ডারের ২৫ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কার মার।

১৭৪ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের বলেই প্রথম উইকেট হারায় ত্রিনিবাগো। পঞ্চম ওভারের চতুর্থ বলে ত্রিনিবাগোর দলীয় ৩২ রানের মাথায় সাকিবের বলে এলবিডব্লিউয়ের ধাঁধায় পড়েন টিম সেইফার্ট। ১৭তম ওভারের পঞ্চম বলে আন্দ্রে রাসেলকে উইকেটকিপারের ক্যাচ বানান সাকিব। আর ১৯তম ওভারের চতুর্থ বলে নারিনকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট শিকার করেন তিনি। শেষ পর্যন্ত ১৩৬ রানে অলআউট হয় ত্রিনিবাগো। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ সাকিবের।

আরও পড়ুন: য়্যুভেন্টাসকে বড় শাস্তি দিলো উয়েফা

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply