জাপানে আঘাত হেনেছে টাইফুন ‘তালাশ’, প্রাণহানি ২

|

মাত্র এক সপ্তাহ ব্যবধানে আবারও টাইফুনের কবলে পড়েছে জাপান। এবার টাইফুন ‘তালাশ’-এর তাণ্ডবে কমপক্ষে দুই জনের মৃত্যু এবং বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে অন্তত লক্ষাধিক বাড়ি। খবর দ্য গার্ডিয়ানের।

শনিবার (২৪ সেপ্টেম্বর) জাপানের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টি ও বাতাসের সাথে আঘাত হানে টাইফুন তালাশ। ঝড়ের তাণ্ডবের সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে রাজধানী টোকিওর নিকটবর্তী শহর ‘শিজুওকা’। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৬ মাইল।

দেশটির বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, ভূমিধসে দু’টি বৈদ্যুতিক টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা। তবে স্থগিত হওয়া বুলেট ট্রেন চালু করেছে জাপানের কেন্দ্রীয় রেল সংস্থা। গেলো রোববার দেশটির পশ্চিমাঞ্চলে তীব্র বাতাস এবং রেকর্ড বৃষ্টিপাত ঘটিয়েছিল টাইফুন ‘নানমাদোল’।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply