বিশ্বকাপের দুই মাস আগে সুইজারল্যান্ডের কাছে বিবর্ণ স্পেন

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের মাত্র মাস দিয়েক বাকি। আর এই পর্যায়ে এসে স্পেনের আক্রমণ ও রক্ষণের দুর্বলতা দেখিয়ে দিয়েছে সুইজারল্যান্ড। উয়েফা নেশনস লিগের ‘এ’ ক্যাটাগরির গ্রুপ টুর লড়াইয়ে বড়সড় ধাক্কা খেয়েছে স্পেন। ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ড।

জারাগোজায় স্বাগতিক স্পেন মুখোমুখি হয় সুইজারল্যান্ডের। কিন্তু ম্যাচের ২১ মিনিটে লা রোহ ফিউরিদের হতাশ করে সুইসরা। কর্নার থেকে হেডে গোল করেন ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। প্রথমার্ধে স্ট্রাইকারদের ব্যর্থতায় গোল শোধের চেষ্টা চালিয়েও সফল হয়নি লুইস এনরিকের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মার্কো আসেন্সিওর অ্যাসিস্টে স্পেনকে সমতায় ফেরান লেফট ব্যাক জর্ডি আলবা। কিন্তু এর তিন মিনিট পরই জয়সূচক গোল পায় সুইজারল্যান্ড। আবারও কর্নার কিক থেকে গোল পায় অতিথিরা; স্কোরশিটে নাম তোলেন ব্রেল এমবোলো। এই পরাজয়ের পর ৫ ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বর অবস্থানে রয়েছে স্পেন।

অন্যদিকে, ‘বি’ ক্যাটাগরির গ্রুপ ফোরের ম্যাচে স্ট্রাইকার মিত্রভিচের হ্যাটট্রিকে সার্বিয়া ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইডেনকে।

আরও পড়ুন: রোনালদো আঘাত পেলেও চেকদের হারিয়ে সেমির পথে পর্তুগাল

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply