উপ-প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

|

কর্তব্যে অবহেলার অভিযোগে উপ-প্রতিরক্ষামন্ত্রী জেনারেল দিমিত্রি বুলগাকভ’কে বরখাস্ত করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২৪ সেপ্টেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে আসে পদচ্যুত করার এ ঘোষণা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, দিমিত্রি বুলগাকভের স্থলাভিষিক্ত হবেন কর্নেল জেনারেল মিখাইল মিজিনসেভ। বিবিসির খবর বলছে, গেল দুই সপ্তাহ ধরে রাশিয়ার আগ্রাসন ব্যর্থ হওয়ায় বিশ্লেষকরা এটিকে পুতিনের শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই দেখছেন।

নতুন উপ-প্রতিরক্ষা মন্ত্রী মিখাইল মিজিনসেভ গেল মে মাসে ইউক্রেনের মারিওপুল বন্দর অবরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন।

৬০ বছর বয়সী মিখাইলকে কসাই হিসেবেও ডাকা হয়। সিরিয়ায় রুশ বাহিনীকে নেতৃত্ব দেয়ার দায়িত্বও পেয়েছিলেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply