ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া

|

পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এ মিসাইল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেছেন। কিন্তু তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। খবর এএফপির।

সংবাদ সূত্র থেকে জানা যায়, যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার পূর্ব ঘোষিত সামরিক মহড়াকে সামনে রেখে এ মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। তাছাড়া সূত্রের ইঙ্গিত, পিয়ংইয়ং চলতি বছর একটি সাবমেরিন-চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছে।

অপরদিকে জাপানের উপকূলরক্ষীরা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে এবং জাহাজগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply