আমার চেয়ে খুশি এই মুহূর্তে কেউ নেই; মাকে উদ্ধারের খবর পেয়ে সেই মরিয়ম

|

ফাইল ছবি

খুলনার দৌলতপুর পাবলার নিজ বাড়ি থেকে নিখোঁজের ২৭ দিন পর গৃহবধূ রহিমা বেগমকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের বোয়ালমারি এলাকার সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এই বিষয়ে মরিয়ম মান্নান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন।

তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘খুলনার পুলিশ সুপার কল দিয়ে জানালেন আমার ছোট বোনকে আমার মা’কে পাওয়া গিয়েছে। আমার থেকে খুশি এই মুহুর্তে কেউ নেই। আমি এই মুহুর্তে খুলনা যাচ্ছি। ধন্যবাদ সকলকে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে রহিমা বেগমের ছোট মেয়ে মরিয়ম মান্নান বিভিন্ন সময় স্ট্যাটাস দিয়ে তার মাকে গুমের খবর জানাতে থাকেন।

আরও পড়ুন: খুলনা থেকে নিখোঁজ রহিমা বেগমকে জীবিত উদ্ধার

সবশেষ গত ২৩ সেপ্টেম্বর ময়মনসিংহে এক নারীর গলিত লাশের ছবি দেখে তাকে ‘মা ‘ হিসেবে দাবি করে মরিয়ম ফেসবুকে লেখেন, ‘ মাকে চিনতে সন্তান কখনো ভুল করবে নাহ। মায়ের ছায়া দেখেও আমি আমার মা’কে চিনতে পারবো। আমি যে লাশ পেয়েছি তা আমার মা’য়ের লাশ,আমার মা’য়ের ,আমার মা’য়ের! দয়া করে আপনারা প্রমান করুন সে আমার মা নয়,আমার থেকে খুশি পৃথিবীর আর কেউ থাকবে নাহ জানেন!’

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply