পদ্মার বাঘাইড় বি‌ক্রি হ‌লো অর্ধলক্ষ টাকায়

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী গোয়াল‌ন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে আক্কাস হলদার না‌মে এক জেলের জালে ধরা প‌ড়ে‌ছে ৩৮ কেজি ওজনের বিশাল আকৃ‌তির এক‌টি বাঘাইড় মাছ। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপু‌রে মাছ‌টি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় ঢাকার এক ব্যবসায়ী কি‌নে নেয়।

এর আ‌গে, সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদূরে আক্কাস হলদারের বড় ফাসন জালে মাছটি ধরা পরে।

জানা যায়, ভো‌রে দৌলত‌দিয়া ৬ ও ৭ নম্বর ফে‌রিঘাট এলাকায় জাল ফে‌লে জে‌লে আক্কাস হলদারসহ তার সহ‌যো‌গীরা। সকাল ১০টার দি‌কে জাল টান‌তেই বড় কিছু একটা জা‌লে আট‌কেছে বুঝ‌তে পা‌রেন। এ সময় সবাই মি‌লে সাবধা‌নে জাল ওপরে তু‌লে ‌দেখেন বিশাল আকৃ‌তির এক‌টি বাঘাইড়।

প‌রে মাছ‌টি ওই জে‌লে বি‌ক্রির উ‌দ্দে‌শ্যে দৌতলদিয়া ফে‌রি ঘা‌টের বাবু সরদা‌রের আরৎ-এ আ‌নলে উন্মুক্ত নিলা‌মে‌র মাধ্যমে ১ হাজার ৩শ টাকা ‌কে‌জি দরে মোট ৪৯ হাজার ৪শ টাকায় ঘা‌টের মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাজাহান শেখ কিনে নেন। এ সময় বিশালাকৃ‌তির এই মাছ‌টি দেখ‌তে ভিড় ক‌রেন উৎসুক জনগণ।

মাছ ব্যবসায়ী সম্রাট মো. শাজাহান শেখ জানান, একটু লা‌ভের আশায় ৩৮ কে‌জি ওজ‌নের বাঘাইড়‌ মাছ‌টি কি‌নে মোবাইল ফো‌নে দে‌শের বিভিন্নস্থা‌নের বড় বড় ব্যবসায়ীদের সা‌থে যোগা‌যোগ ক‌রেন। প‌রে কে‌জি‌তে ৫০ টাকা লা‌ভে ১ হাজার ৩৫০টাকা কেজি দ‌রে ঢাকার এক বড় ব্যবসায়ীর কা‌ছে মাছ‌টি বিক্রি ক‌রে‌ছেন। এখন পদ্মায় মা‌ঝে ম‌ধ্যেই বাঘাইড়, বোয়াল, পাঙ্গাস, চিতল, ঢাইসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পরে। পদ্মার মাছ খুব সুস্বাদু হওয়ায় দ্রুত সম‌য়ের ম‌ধ্যেই বি‌ক্রি হ‌য়ে যায়।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, মাঝে মধ্যেই জেলের জালে বড় বড় বাঘাইড়, পাঙ্গাস, রুই, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে। এসব মাছ নদীর তলদেশে বসবাস করে। খাবারের সন্ধানে ওপরে আসলে জেলেদের জালে আটকা পড়ে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply