আসামে নিজের মৃত্যু সনদ হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন!

|

ছবি: সংগৃহীত

নিজের মৃত্যু সনদ হারিয়ে পত্রিকায় বিজ্ঞাপন! অবাক হচ্ছেন? অবাক হওয়ার মতোই ঘটনা বটে। কিন্তু সম্প্রতি এমন এক ঘটনা ঘটেছে ভারতের আসামে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট মাসে আসামের স্থানীয় এক পত্রিকায় ছোট একটি বিজ্ঞাপন ছাপা হয়। সেখানে রণজিৎ কুমার চক্রবর্তী নামের এক ব্যক্তি লেখেন, আসামের হোজাই জেলার লুমডিং বাজারে তার নিজের মৃত্যুসনদ হারিয়ে গেছে। ওই বিজ্ঞাপনে সরকারি মৃত্যুসনদের রেজিস্ট্রেশন ও সিরিয়াল নম্বরও দেয়া ছিল।

সম্প্রতি ভারতীয় পুলিশ কর্মকর্তা রুপিন শর্মা তার টুইটার হ্যান্ডেলে ওই বিজ্ঞাপনের ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, ‘এমন ঘটনাও সম্ভব।’ পরে তা ভাইরাল হয়।

ওই টুইটে অনেকেই কমেন্ট করে মজা করেছেন। কেউ বলেছেন, হয়তো স্বর্গ থেকে কোনো ব্যক্তি সহায়তা চেয়ে বিজ্ঞাপন দিয়েছেন। কেননা জীবিত কারও পক্ষে পত্রিকার পাতায় এমন বিজ্ঞাপন দেয়া সম্ভব নয়।’

অন্য একজন লিখেছেন, ‘যদি সনদটি খুঁজে পাই, তবে সেটা কোথায় পাঠাতে হবে, স্বর্গে নাকি নরকে?’

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply