একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশের উদ্ধার

|

আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে ভর্তি করেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঝালকাঠি সদর উপজেলার পিপলিতা গ্রামের আবুল কালাম আজাদ (৭০), ভাই আব্দুস সালাম (৬৫), কামাল হোসেন (৫৩), ছেলে রমজান খান (২৩) ও চাচাতো বোন মাকসুদা বেগম (৬০)। আহত পুরুষ সদস্যরা ঢাকায় ভাঙারির মালামাল বিক্রি করে।

আহতরা জানিয়েছেন, নিজের পৈতৃক জমিতে তারা বসত ঘর তুলছিলেন। এ সময় একই এলাকার মজিদ ডাকুয়া ও তার ছেলে শাহীন ডাকুয়া ভাড়া করা ১৫ থেকে ১৬ জন লোক নিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। হামলাকারীদের ভয়ে এলাকার কেউ তাদের রক্ষার জন্য এগিয়ে আসেনি। পরে ৯৯৯ এ ফোন দিলে ঝালকাঠি সদর থানা পুলিশের সদস্যরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে অভিযুক্ত মজিদ ডাকুয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, হামলায় দুই পক্ষের লোকজন আহত হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply