মাকে হত্যার দায়ে হলিউড অভিনেতার যাবজ্জীবন কারাদণ্ড, গণহত্যাসহ ছিল আরও ভয়াবহ পরিকল্পনা

|

মাকে গুলি করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হলিউড অভিনেতা রায়ান গ্র্যানথামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৪ বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন রায়ান। শুধু মাকে হত্যা করেই ক্ষ্যান্ত ছিল না তরুণ এ অভিনেতা। আরও ভয়াবহ পরিকল্পনা ছিল তার। এ মামলায় কোনো প্যারোল মিলবে না রায়ানের। খবর এনসিবি নিউজের।

গত ২১ সেপ্টেম্বর ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিমকোর্টের বিচারপতি ক্যাথনিল এ রায় ঘোষণা করেন। জানা গেছে, ২০২০ সালে নিজের বাড়িতেই ৬৪ বছর বয়সী মা বারবারা ওয়েটেকে হত্যা করেছিলেন রায়ান। খুনের কথা আদালতে নিজেই স্বীকার করেন ‘রিভারডেল’ খ্যাত এই অভিনেতা।

জানা যায়, মাকে গুলি করে হত্যার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকেও হত্যার পরিকল্পনা ছিল তার। এমনকি গণহত্যার ছক কষেছিল এই অভিনেতা। গত মার্চ মাসে ভ্যাঙ্কুভার আদালতে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে ২৪ বছরের এই অভিনেতা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply