টানাপোড়েনের মধ্যেই চীন-যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক

|

করমর্দনরত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। (ছবি: সংগৃহীত)

নানামুখী টানাপোড়েনের মধ্যেই অনুষ্ঠিত হয়েছে চীন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক।

নিউইয়র্কে চলমান জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময়, তাইওয়ান ও ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা করেন দুই নেতা।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তাইওয়ানকে ওয়াশিংটনের সমর্থনের কারণেই চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক তলানিতে ঠেকেছে। এ সময়, এক চীন নীতি সমর্থন করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ওয়াং-ই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ইউক্রেনে রুশ অভিযানে চীনের সমর্থনের বিষয়টিকে উসকানি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। এ সময়, তাইওয়ান প্রণালীতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে চীনের প্রতি আহ্বান জানান ব্লিঙ্কেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply