আবারও ৫০ টাকা ছাড়িয়েছে ডিমের হালি; স্বস্তি ফেরেনি চালের মোকামে

|

ফার্মের মুরগির ডিমের হালি আবারও ৫০ টাকা ছাড়িয়েছে। এক সপ্তাহ ধরে ডিমের দাম ঊর্ধ্বমূখী।

এর আগে, ভোক্তা অধিকারের অভিযানের পর ডিমের বাজারে নৈরাজ্য কমেছিল। গাজীপুরের পাইকারি আড়তে অন্ততো ১৫০ টাকা লাগছে এক ডজন ডিম কিনতে। এ অবস্থায় ডিম কেনা এক রকম ছেড়েই দিয়েছেন অনেক ক্রেতা।

এদিকে, ভরা মৌসুমেও চালের মোকামে স্বস্তি ফেরেনি। উত্তরাঞ্চলে সরু চালের কেজি ৬৮ থেকে ৭০ টাকা। ২৮ চালের কেজি ৬৫ টাকার আশপাশে। নাজিরশাইলের দর আরও বেশি।

ব্যবসায়ীরা বলছেন, মিল গেটেই বাজার চড়া। বিপত্তি বাড়িয়েছে পরিবহন ব্যয়। এছাড়া, নতুন শুল্ক আরোপ করায় ভারত থেকে আতপ চাল আমদানির পরিমাণও সম্প্রতি বেশ কমেছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply