কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হওয়া তাকরিমকে মুশফিকের শুভেচ্ছা

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান অধিকারী বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি শুভেচ্ছা দেন।

পবিত্র মক্কায় অনুষ্ঠিত হয় কোরআনের এই প্রতিযোগিতা। যেখানে ১১১টি দেশের মোট ১৫৩ জন প্রতিযোগী অংশ নেন। সেখানেই তৃতীয় স্থান অধিকার করেছেন ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিম। তিনি রাজধানীর মিরপুরের একটি মাদ্রাসার ছাত্র। তার এমন অর্জনে গর্বিত মুশফিক জানান, সকলের জন্য প্রার্থনা করতে। এমন অর্জনকে গর্বের ও অনন্দের বলে জানান মুশফিক।

মক্কা থেকে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার কিছুক্ষণ আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তাকরিম। বিমানবন্দর গেটে তাকে শুভেচ্ছা জানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর শিগগিরই বড় পরিসরে সংবর্ধনা দেয়ার কথা জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে গত মার্চে ইরানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন সালেহ আহমাদ তাকরিম।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply