সবজির বাজারে কাটেনি দুর্যোগের খড়গ; দাম চড়া

|

এখনও দুর্যোগের খড়গ কাটেনি সবজির বাজারে। বৃষ্টিতে যোগান কমের দোহাই দিয়ে কেজিতে অন্ততো ১০ টাকা লাভ করছেন খুচরা ব্যবসায়ীরা। অথচ কোথাও সরবরাহের ঘাটতি নেই।

হতাশ ক্রেতারা জানিয়েছেন, এভাবে চললে দিন এনে দিন খেতে হবে তাদের। বছরের এই সময়ে সাধারণত আগাম শীতের সবজির দেখা মিলে। এবারও তার ব্যতিক্রম না। কিন্তু দর আকাশ ছোঁয়া।

রাজধানীর হাতিরপুলে গেলো সপ্তাহে শিমের কেজি ছিল ১৪০ টাকা। ছুটির দিনে সেই দর ২শ’ টাকার কাছাকাছি। কাঁচা মরিচের দামে স্বস্তি ফিরেছে। কিন্তু করলা, মূলা, পটল, চিচিঙ্গার দাম আগের চেয়ে বেড়েছে ১০ টাকা। ৪০ টাকায় মিলবে এক পিস ফুলকপি। ব্যবসায়ীদের দাবি যোগান কমেছে। কিন্তু বাস্তব দৃশ্য এর উল্টো।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply