রোনালদোর ভক্ত এরদোগান

|

কে সেরা? মেসি না রোনালদো? এই বিতর্ক চলমান। কেউ আর্জেন্টাইন তারকার পক্ষে, আবার কেউ এগিয়ে রাখেন পর্তুগিজ সিআর সেভেনকে। এই বিতর্কে নিজের মতামত জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তবে তার পক্ষপাত রোনালদোর জন্য। যদিও মেসিকেও অনেক পছন্দ বলেই জানালেন।

গত সোমবার আঙ্কারায় এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘আমি সত্যিই রোনালদোর একজন ভক্ত। যদি জিজ্ঞেস করেন, রোনালদো না মেসি? তাহলে আমার কাছে রোনালদোকে অনেক বেশি আলাদা মনে হয়। বিশেষ করে বিশ্বকাপের ম্যাচে (স্পেনের বিরুদ্ধে) হ্যাটট্রিক করা খুবই বড় বিষয়।’ তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘বিশেষ করে তার পারফরমেন্স, আত্মবিশ্বাস এবং সব কিছুর ওপরে ফিলিস্তিন ইস্যুতে তার অবস্থানের জন্য আমি তার প্রশংসা করি।’

চলতি বিশ্বকাপে তার ফেভারিট দলেরও নাম জানান এক সময়ের পেশাদার ফুটবল খেলোয়াড় এরদোগান। তিনি বলেন, ‘প্রথমে বলেছিলাম জার্মানিই চ্যাম্পিয়ন হবে। কিন্তু এটা ভুল বলে মনে হচ্ছে। ওরা প্রথম ম্যাচেই হেরে গেল। এখন ওদের কাজটা বেশ কঠিন হয়ে পড়েছে। অবশ্য এবার সব বড় বড় দলই হারছে। জার্মানি হারলো। ব্রাজিলও আশানুরূপ খেলতে পারেনি। মেক্সিকো বেশ ভালো করছে। জানি তারা শেষ পর্যন্ত এভাবে চালিয়ে যেতে পারবে কিনা।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply