শুধু আগস্টেই ৭০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি হয়েছে শ্রীলঙ্কায়

|

শুধু আগস্ট মাসেই ৭০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতি ঘটেছে শ্রীলঙ্কায়। বুধবার (২‌১ সেপ্টেম্বর) দেশটির কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য প্রকাশ করে।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক জানায়, গত তিন মাসে ৮ দশমিক ৪ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়েছে দেশটির অর্থনীতি। যার ফলে এক বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে ৮৪ শতাংশের বেশি।

বৈদেশিক মুদ্রার রির্জাভ ফুরিয়ে যাওয়ায় এ বছরই ব্যাপক অর্থনৈতিক সংকটে পড়ে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্রটি। ৭০ বছরের ইতিহাসে সবচেয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলঙ্কার অর্থনীতি। টাকার অভাবে আমদানি করা যায়নি গ্যাস, বিদ্যুৎ, ওষুধ ও সারের মতো জরুরি পণ্য।

ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির চাপে এক পর্যায়ে নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হয় শ্রীলঙ্কা। জনগণের রোষে ক্ষমতা ছাড়ে রাজাপাকসে সরকার।

সংকট মোকাবেলায় চলতি মাসেই দেশটিকে ৩০০ কোটি ডলার ঋণ দিতে সম্মত হয় আন্তর্জাতিক মুদ্রা তহবিল, আইএমএফ। অবশ্য এর বিনিময়ে আইএমএফের কিছু শর্ত পূরণ করতে হবে দেশটিকে।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply