পুতিনের পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি বিশ্বাস করেন না জেলেনস্কি

|

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন, এমনটা মনে করেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর এএফপির।

বুধবার (২১ সেপ্টেম্বর) জার্মান গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এর আগে একই দিন ভ্লাদিমির পুতিন এক টেলিভিশন ভাষণে বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ডের অক্ষুণ্ণতা রক্ষায় তিনি প্রয়োজনে সবরকম পন্থা অবলম্বন করবেন।

এ দিন জেলেনস্কি তার দেয়া সাক্ষাৎকারে বলেন, আমি মনে করিনা পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। কারণ পৃথিবীর অন্যান্য দেশ তাকে তা করতে দেবে না। তিনি আরও বলেন, আজ তিনি (পুতিন) ইউক্রেনের অংশ দাবি করছেন। কাল হয়তো বলবেন, পোল্যান্ডের কিছু অংশ না পেলে তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। আমরা এমন সমঝোতা করতে পারবো না।

তিনি বলেন, তার আসলে মিলিয়নের ওপর সৈন্য দরকার। কারণ তার সৈন্যরা আমাদের হামলা করতে আসছে এবং পালিয়ে যাচ্ছে। তিনি প্রকৃতপক্ষে ইউক্রেনকে রক্তে ডুবিয়ে দিতে চান। এ সময় তিনি যুদ্ধের মাধ্যমে ইউক্রেনকে শত্রুমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply