এত মানুষের আবেগ উচ্ছ্বাসে বিস্মিত কোচ ছোটন

|

হযরত শাহজালাল বিমানবন্দর এখন লোকে লোকারণ্য। সাফ জয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে সেখানে হাজির হয়েছে হাজারো সমর্থক। আর এই সকল সাফল্যের যিনি কারিগর, যিনি পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন, সেই কোচ গোলাম রব্বানী ছোটন রীতিমত বিস্মিত এত এত মানুষের উপস্থিতি দেখে, এত মানুষের আবেগ উচ্ছ্বাস দেখে। এত মানুষ আসবে তা তারা চিন্তাও করেননি!

বিমানবন্দরে গণমাধ্যমকর্মী থাকলেও সেখানে ভিড়ের প্রাবল্যে সাফ ফুটবলের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা অধিনায়ক সাবিনা খাতুন পারেননি নিজের অভিব্যক্তি জানাতে। স্থান সংকুলান না হওয়ায় সেখানে নির্ধারিত সংবাদ সম্মেলনটি পেছানো হয়েছে। মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে হয়তো সেই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এর আগে, সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ট্রফি নিয়ে দেশের মাটিতে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।সেখানে কেটে কেটে ও ফুলের শুভেচ্ছায় সাফ জয়ী নারীদের বরণ করে নেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল ও বাফুফে কর্মকর্তারা।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply