ক্রিকেটের টাইগার শোয়েব এখন ফুটবলের ফ্যান

|

নেপালে কেন খেলা দেখতে গেলাম না! আফসোস হচ্ছে। কয়েকদিন আগে বাংলাদেশের ক্রিকেট দেখতে দেশের বাইরে গিয়েছিলাম। সেখানেও হতাশা সঙ্গী হয়েছে। আমাদের ক্রিকেটে খুব খারাপ সময় যাচ্ছে। ক্রিকেটের এই খারাপ সময় ঢেকে দিয়েছে ফুটবল।

এই কথাগুলো একজন হার্ডকোর ক্রিকেট সমর্থকের। তিনি টাইগার শোয়েব। সারা দেহে পতাকার রঙে বাঘের সাজে সজ্জিত এই টাইগার শোয়েব। তিনি বললেন, শ্রীলঙ্কা এশিয়া কাপ জেতার পর বাসে করে পুরো শহর প্রদক্ষিণ করেছে। আমার লঙ্কান বন্ধুরা পতাকা নিয়ে বাসের সামনে বসে ঘুরেছে গোটা শহর। আমি আপ্লুত হয়ে গিয়েছিলাম। ভেবেছি, আমিও তো পারতাম বাংলাদেশের পতাকা নিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে। দেখুন, ভাগ্যের কী খেলা! কেবল এক সপ্তাহের মধ্যেই সেই উপলক্ষ্য এনে দিলো নারী ফুটবল দল। এখন হয়তো আমিও লাল-সবুজের পতাকা নিয়ে পুরো ঢাকা শহর ঘুরবো।

আরও অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে সাবিনা-কৃষ্ণাদের অপেক্ষায়। যারা পরিবারের মুখে হাসি ফোটাতে ফুটবল খেলেন, বাবাকে একটা মোটরভ্যান কিনে দিতে ফুটবল খেলেন, দেশের গোলপোস্ট আগলাতে গিয়ে যাকে ভাবতে হয় বৃষ্টির দিনে ঘর বাঁচানোর কথা- সেইসব সংগ্রামী যোদ্ধাদলের জন্য অপেক্ষায় এখন পুরো দেশবাসী।

আরও পড়ুন: ‘আজ ১০ জন আসলে, কাল ১০০, পরে হাজার সমর্থক আসবে’

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply