দেশের পথে বাঘিনীরা, বরণে প্রস্তুত অসংখ্য সমর্থক

|

নেপাল থেকে দেশের পথে রওনা হয়েছেন সাফ ফুটবল জয়ী বাংলাদেশ নারী দল। তাদের বরণ করে নিতে বিমানবন্দরের বাইরে বাড়ছে সমর্থকদের ভিড়।

বাঘিনীদের বরণ করে নিতে বিমানবন্দরে এসেছে বিকেএসপি থেকে ক্ষুদে নারী ফুটবলাররা। তারা বলেন, আজকের দিনটি তাদের কাছে অত্যন্ত আনন্দের। ঈদের দিনের মতো লাগছে বলেও জানান তারা।

বিমানবন্দরে দেখা মিলেছে এক লাল-সবুজ রঙের জামা পরিহিত এক প্রৌঢ়ের। তিনি উড়াচ্ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকা। যমুনা নিউজের সাথে আলাপচারিতায় তিনি বলেন, দেশের নাম উজ্জ্বল করা এই মেয়েরা সারা দেশের গর্ব। তারা দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলার। তাদের জন্য অপেক্ষা করাও আনন্দের। তাদের জন্যই দাঁড়িয়ে আছি।

সেই প্রৌঢ়ের মতো আরও অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে সাবিনা-কৃষ্ণাদের অপেক্ষায়। যারা পরিবারের মুখে হাসি ফোটাতে ফুটবল খেলেন, বাবাকে একটা মোটরভ্যান কিনে দিতে ফুটবল খেলেন, দেশের গোলপোস্ট আগলাতে গিয়ে যাকে ভাবতে হয় বৃষ্টির দিনে ঘর বাঁচানোর কথা- সেইসব সংগ্রামী যোদ্ধাদলের জন্য অপেক্ষায় এখন পুরো দেশবাসী।

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নদের জন্য বিসিবির ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply