নিরাপত্তা বাহিনীর সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ, নিহত ১

|

ছবি: সংগৃহীত

দখলকৃত পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘাতে জড়িয়েছে ফিলিস্তিনিরা। মঙ্গলবারের (২০ সেপ্টেম্বর) সহিংসতায় একজন প্রাণ হারিয়েছে।

হামাসের অভিযোগ, অন্যায়ভাবে তাদের এক শীর্ষ নেতাকে নাবলুস থেকে গ্রেফতার করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ঐ কমান্ডারকে দীর্ঘদিন থেকেই খুঁজছিল ইসরায়েল। হামাসের শঙ্কা, গোপনে তাকে হস্তান্তর করা হতে পারে ইসরায়েলের কাছে।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতারের কারণ পরবর্তীতে জনসম্মুখে আনা হবে। সন্ত্রাসবাদ দমন নীতিতে ফিলিস্তিন ব্যর্থ। দীর্ঘদিন এ সমালোচনা করে আসছে জাতিসংঘ এবং ইসরায়েল।

২০১৪ সালে, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা এবং মার্কিন দূতাবাস প্রত্যাহারের পরই নেমেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জনপ্রিয়তায় ধস।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply