বিক্ষোভে উত্তাল ইরান, এক আন্দোলনকারীর মৃত্যু

|

ছবি: সংগৃহীত

পুলিশি হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভে উত্তাল ইরান। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এক আন্দোলনকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কুর্দিস্তান প্রদেশের গভর্নর ইসমাইল কোশা জানান, বিক্ষোভকারীদের দমনে তৎপর সরকার। আন্দোলনকারীদের ওপর নিরাপত্তা বাহিনী চড়াও হলে ৩ জনের সন্দেহজনক মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে বিক্ষোভস্থলে এলোপাতাড়ি গুলি ছোঁড়া হয়েছে। কিন্তু, প্রশাসনের তরফ থেকে জানানো হয় এক ব্যক্তির প্রাণহানির খবর।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, স্বার্থান্বেষী একটি মহল শান্তিপূর্ণ বিক্ষোভকে কাজে লাগিয়ে দেশে অসন্তোষ ছড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেছেন কুর্দিস্তান গভর্নর।

গেলো সপ্তাহে, হিজাব দিয়ে পুরো মাথা না ঢাকার অপরাধে মাহশা আমিনিসহ বেশ কয়েকজন নারীকে আটক করে পুলিশ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর সাথে তর্কবিতর্ক হয়, ২২ বছর বয়সী ঐ নারীর। এক পর্যায়ে, তিনি অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যান। তিন দিন হাসপাতালে কোমায় থাকার পর মারা যায় মাহশা।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply