নারীদের নীতিনির্ধারণী পর্যায়ে অন্তর্ভুক্ত করতে হবে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংকটের সময় কার্যকর সিদ্ধান্ত পেতে নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অন্তর্ভুক্ত করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ‘প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ ফোরামে এ প্রস্তাব দিয়েছেন তিনি।

নিউইয়র্ক সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)) দুপুরে, জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সব ধরনের গতানুগতিকতা ভেঙে অদম্য সাহস এবং নেতৃত্বের দক্ষতা দেখিয়ে নারীরা প্রতিটি ক্ষেত্রে উজ্জ্বল হয়ে উঠেছে। নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করাসহ তাদের স্বার্থে বেশকিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার।

এ ছাড়া বিশ্বব্যাপী নারী নেতৃত্বকে উৎসাহিত করতে তিন দফা প্রস্তাব দেন, শেখ হাসিনা। জাতিসংঘ সদর দফতরের ট্রাস্টিশিপ কাউন্সিল কক্ষে সাধারণ পরিষদের অধীনে প্রথমবারের মতো নারী নেতৃত্ব শীর্ষক উচ্চ পর্যায়ের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply