ভারতের দুইশো ছাড়ানো সংগ্রহ মামুলি বানিয়ে প্রথম টি-২০’তে অস্ট্রেলিয়ার জয়

|

ছবি: সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতকে চার উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের দেয়া ২০৯ রানের বিশাল লক্ষ্য ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই পার হয়ে যায় অজিরা।

মোহালিতে প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ ২০৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৭১ রান করেন হার্দিক পান্ডিয়া। মাত্র ৩০ বলে ৭ চার ও ৫ ছক্কায় এই বিধ্বংসী ইনিংস খেলেন পান্ডিয়া। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন লোকেশ রাহুল। এছাড়া ২৫ বলে ৪৬ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব।

অস্ট্রেলিয়ার হয়ে ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন নাথান এলিস। ২টি উইকেট নেন জশ হ্যাজেলউড। বাকি একটি উইকেট সংগ্রহ করেন ক্যামেরন গ্রিন।

২০৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো সূচনা করেন অ্যারন ফিঞ্চ ও ক্যামেরন গ্রিন। ৩ ওভার ৩ বলেই তুলে ফেলেন ৩৯ রান। তবে এই রানের মাথায় ব্যক্তিগত ২২ রানে বিদায় হন ফিঞ্চ। তবে স্টিভেন স্মিথের সাথে দারুণ খেলতে থাকেন গ্রিন। মাত্র ৪০ বলে গড়েন ৭০ রানের জুটি। শেষ পর্যন্ত গ্রিনের ৬১, স্মিথের ৩৫ ও শেষদিকে ম্যাথু ওয়েডের ২১ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় অজিরা।

ভারতের হয়ে দারুণ বল করেন অক্ষর প্যাটেল। ৪ ওভারে মাত্রা ১৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। দুই উইকেট শিকার করেন উমেশ যাদব।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply