ম্যারাডোনার পাশে সিআর সেভেন

|

ক্লাব ফুটবলে তিনি অসাধারণ! ঘোরতর সমালোচকও এ কথা অস্বীকার করবেন না। জাতীয় দলের হয়ে তার অর্জন নিয়ে টিপ্পনি কাটতেন যারা তাদেরও জবাব দিয়েছেন গত ইউরো চ্যাম্পিয়নশিপ জিতে। আর রাশিয়া বিশ্বকাপে যেন প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাবেন এমন পণ করেই। মরক্কোর সাথে ম্যাচে স্পর্শ করলেন আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনাকে। অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ গোলাদাতার তালিকায় এখন ম্যারাডোনার পাশে পর্তুগিজ সুপারস্টার।

মরক্কোর বিপক্ষে ম্যাচের ৪ মিনিটেই দারুণ এক হেডে দলকে এগিয়ে নিলেন রোনালদো। জোয়াও মুতিনহোর ক্রসে সবাই যখন উপরে উঠে গেলেন অপূর্ব দক্ষতায় নিচু হয়ে বল খুঁজে নিলেন সিআর সেভেন।

আজকের মরক্কো-পর্তুগাল ম্যাচের আগেও বিশ্বকাপে ৬টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ম্যারাডোনা। এর আগের বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ২টি গোল করার পর রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে দলের হার বাঁচান। মরক্কোর বিপক্ষে গোলের পর ম্যারাডোনার পাশে গিয়ে দাঁড়ালেন। এখন যেমন খেলছেন, ম্যারাডোনার রেকর্ড ছাড়িয়ে যাওয়া সিআর সেভেনের জন্য সময়ের ব্যাপার মাত্র।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply