সারা বিশ্বে মিনিটে শরণার্থী হচ্ছেন ৩০ জন

|

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে শরণার্থীর সংখ্যা এখন সবচেয়ে বেশি। সংঘাত-সহিংসতার কারণে ঘরছাড়া বিশ্বের নানা প্রান্তের ৭ কোটিরও বেশি মানুষ। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ।

প্রতিবেদনে বলা হয়, গেল এক বছরে বিশ্বে শরণার্থীদের সংখ্যা বেড়েছে ১ কোটি ৬২ লাখ। প্রতি মিনিটে শরণার্থী তালিকায় যুক্ত হচ্ছেন ৩০ জন মানুষ। যার অর্ধেকের বেশিই শিশু। বিভিন্ন দেশে সবচেয়ে বেশি শরণার্থী রয়েছে সিরিয়ার, প্রায় ৫৬ লাখ। এরপরই, অবস্থান আফগানিস্তান এবং দক্ষিণ সুদানের। মিয়ামানমার ছেড়েছেন প্রায় ১১ লাখ মানুষ। আর এসব শরণার্থীদের ৮৫ শতাংশেরই আশ্রয় মিলছে উন্নয়নশীল দেশগুলোতে। যার ফলে আরও বাড়ছে সংকট। বর্তমানে সবচেয়ে বেশি শরণার্থী আশ্রিত তুরস্কে, প্রায় ৩৫ লাখ। পাকিস্তান এবং উগান্ডায় রয়েছেন ১৪ লাখ করে শরণার্থী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply