জাপানে সুপার টাইফুন নানমাদোল; ৯০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ

|

জাপান উপকূলে আঘাত হেনেছে নজিরবিহীন সুপার টাইফুল নানমাদোল।

জাপানের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হেনেছে সুপার টাইফুন নানমাদোল। ইতোমধ্যেই সেখানে জারি করা হয়েছে টাইফুন সতর্কতা। ওই অঞ্চলের প্রায় ৯০ লাখ মানুষ ঘর-বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। এ টাইফুনে এখন পর্যন্ত দেশটিতে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর টাইফুন বলে মনে করা হচ্ছে নানমাদোলকে। খবর বিবিসির।

রোববার (১৮ সেপ্টেম্বর) জাপানের আবহাওয়া বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দক্ষিণ-পূর্ব উপকূলীয় শহর কাগোশিমায় আঘাত হানে টাইফুন নানমাদোল। টাইফুনটির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬২ কিলোমিটার। এটি ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে উত্তর দিকে দেশের তৃতীয় বৃহত্তম দ্বীপ কিউশুর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) টাইফুনটি টোকিওতে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

জাপানের গণমাধ্যম এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়, কিওশুতে বসবাসরত ৯০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply