ঘুমধুম সীমান্তে রাতভর গোলাগুলির আওয়াজ, আতঙ্কে স্থানীয়রা

|

বিজিবির ২৪ ঘণ্টা টহল চলছে ঘুমধুম সীমান্তে।

বান্দরবানের ঘুমধুম সীমান্তে রাতভর টানা গোলাগুলির শব্দ পাওয়া গেছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালেও থেমে থেমে গুলির আওয়াজ পেয়েছেন স্থানীয়রা। এতে আতঙ্ক বিরাজ করছে ঘুমধুমসহ আশপাশের এলাকায়।

সীমানার ওপারে মিয়ানমার। শোনা যাচ্ছে, সেখানে চলছে আরাকান আর্মির সাথে মিয়ানমার সেনাবাহিনীর গোলাগুলি ও সংঘর্ষ। যদিও সেসব সংঘর্ষ ঘটছে প্রতিবেশী দেশে, তবে তার আঁচ এসে লাগছে ঘুমধুম লোকালয়ে। বিশেষত, রাতের বেলা গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। মর্টার শেল এসে পড়েছে সীমানার এ পারে, বাংলাদেশে। থেমে থেমে গোলাগুলির আওয়াজে আতঙ্ক ছড়িয়েছে ঘুমধুমের মানুষের মাঝে।

স্থানীয়রা জানান এই আতঙ্কের কথা। বলেন, দিনে যেমন তেমন; রাতের বেলা বেশি আতঙ্ক সৃষ্টি হয়। ভয়ে নির্ঘুম রাত কাটে শিশু থেকে নারী-পুরুষ সকলেরই। কিছুক্ষণ পরপরই মর্টার শেলের আওয়াজ, গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। সীমানা ঘেঁষে যাদের চাষাবাদ, সেই কৃষকরাও মাঠে যেতে ভয় পাচ্ছে।

জানা গেছে, ঘুমধুমে ২৪ ঘণ্টা টহল চলছে। এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা চলছে। বিজিবির সার্বক্ষণিক তৎপরতা দেখা গেছে। সেই সাথে, জেলা প্রশাসন থেকে সংশ্লিষ্ট দফতর ও জনপ্রতিনিধিরাও এক্ষেত্রে কাজ করছেন। নিরাপত্তার কারণে সীমান্ত এলাকা থেকে ৩শ’ পরিবারকে নিরাপদে অন্যত্র স্থানান্তরের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, গোলাগুলি ও মর্টার শেলের আতঙ্কে সাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

সংঘর্ষের ঘটনাগুলো প্রতিবেশী দেশের। তবে সীমান্তবর্তী এলাকা বলে আতঙ্ক রয়েছে বান্দরবানের ঘুমধুমে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের প্রস্তুতি রয়েছে। আতঙ্কও রয়েছে। সেই আতঙ্ক কাটানোর চেষ্টা চলছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply