আবারও কমলো স্বর্ণের দাম

|

তিন দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নির্ধারিত নতুন দর অনুযায়ী ভালো মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৮২ হাজার ৩৪৮ টাকায়। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮৭৫ টাকা কমিয়ে ৭৮ হাজার ৬১৫ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৫৮৩ টাকা কমিয়ে ৫৫ হাজার ৮৭১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা। সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানো হয়। তার আগে ১১ সেপ্টেম্বর এবং ২২ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply