বরগুনা থেকে কয়েকটি রুটে বাস চালুসহ কয়েকদফা দাবিতে পরিবহন ধর্মঘট

|

বরগুনা থেকে কয়েকটি রুটে বাস চালু ও বরিশাল-রুপাতলি বাস ও মিনিবাস মালিক গ্রুপের নির্যাতন ও চাঁদাবাজি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট করছে পরিবহন মালিক-শ্রমিক ও বরগুনা জেলা দূরপাল্লা যাত্রীবাহী পরিবহন পরিচালনা কমিটি। ও

সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বরগুনা-বাকেরগঞ্জ সড়ক দিয়ে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল করে। সেসময় ঢাকা থেকে বরগুনায় যাতায়াতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগতো। পদ্মা সেতু চালুর পর সেই দূরত্ব নেমে আসে পাঁচ ঘণ্টায়। কিন্তু রুট পারমিট না থাকার অজুহাতে গত ১২ আগস্ট থেকে এ রুটে চলাচল বন্ধ করে দিয়েছে বরিশালের রুপাতলী বাস, মিনিবাস মালিক ও শ্রমিকরা।

একইসাথে পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগ তাদের। অন্য পথ ব্যবহার করলে সময় লাগছে দ্বিগুণ। হঠাৎ এই ধর্মঘটে দুর্ভোগে দূরের যাত্রীরা। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply