নেপালে ভূমিধস; নিহত অন্তত ১৪

|

নিখোঁজ ও আহতদের উদ্ধারে চলছে উদ্ধারাভিযান।

নেপালে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জন নিহত ও ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তারা। নিখোঁজ আরও ১০ জনের সন্ধানে দুর্যোগস্থলে উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন বলেও জানান তারা। খবর দ্য কাঠমুন্ডু পোস্টের।

জানা গেছে, শনিবার (১৭ সেপ্টেম্বর) আকস্মিক বর্ষণে সৃষ্ট ভূমিধসে নেপালের আচ্ছাম জেলার ৫টি ঘর মাটিচাপা পড়ে। উদ্ধারকর্মীরা কাদা ও অন্যান্য জঞ্জাল সরিয়ে হতাহতদের উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন নেপালের পুলিশ মুখপাত্র ধন বাহাদুর কার্কি।

সেখানে উপস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মকর্তারা জানান, উদ্ধারকৃতদের নিকটস্থ একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, নেপালের বর্ষাকাল সাধারণত স্থায়ী হয় জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। এ সময় দেশটির পার্বত্যঞ্চলে প্রায়ই আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা যায়। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০২২ সালে এখন পর্যন্ত আকস্মিক বন্যা ও ভূমিধসে দেশটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৮ জন, আর নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply