যুদ্ধের দ্বারপ্রান্তে গাজা: জাতিসংঘ মহাসচিব

|

যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে গাজা উপত্যকা। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই অঞ্চলটিতে ভয়াবহতম সহিংসতার সাক্ষী হবে বিশ্ব। হুঁশিয়ারি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের। নিরাপত্তা পরিষদে পাঠানো এক প্রতিবেদনে একথা বলেন তিনি।

নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক শক্তি প্রয়োগের নিন্দাও জানান মহাসচিব। তিনি বলেন, ৩০ মার্চ থেকে সীমান্তে শুরু হওয়া বিক্ষোভে ফিলিস্তিনিদের লক্ষ্য করে যেভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে ইসরায়েলি সেনারা- তা অপ্রত্যাশিত। জোর দেন, সেনাবাহিনীর সর্বোচ্চ সহনশীলতা চর্চার ওপরেও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসের সাথে ইসরায়েলের ২০১৪ সালের অস্ত্রবিরতি পুনর্বিবেচনারও আহ্বান জানান। এসময় শিশু, সাংবাদিক আর চিকিৎসা কর্মকর্তাদের বেছে বেছে হত্যার ঘটনায় কড়া সমালোচনা করেন গুতেরেস। এ ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply